কাল রাতে প্রিয়'তুমি মোর
আসনি স্বপন ও সাথে,
কাল'রাত কাল ছিল মোর
নিদ ছিল না আঁখিপাতে। .....(II)


কোন সে অজানা কারণে
মন ছিল আনমন তায়,
কোন ভুলে বিধেছে আমায়
প্রিয়া তুমি নিয়েছ বিদায়।


আকাশে ছিলনা প্রিয় চাঁদ
আধারে মগ্ন ছিল রাত,
আসনি কেন আঁখিপাতে
আসনি স্বপন ও সাথে।


কাল রাতে প্রিয়'তুমি মোর
আসনি স্বপন ও সাথে,
কাল'রাত কাল ছিল মোর
নিদ ছিল না আঁখিপাতে।


নিশীরাত ভেবে ভেবে মন
ভালবাসি আজ ও অনুক্ষণ,
যেওনা তুমি প্রিয় চলে
ভালবাসা চায় তনুমন।


কাল রাতে প্রিয়'তুমি মোর
আসনি স্বপন ও সাথে,
কাল'রাত কাল ছিল মোর
নিদ ছিল না আঁখিপাতে। .....(II)  


স্থান: সাভার, ঢাকা।
তারিখ: ৪ বৈশাখ ১৪২৫ বঙ্গাব্দ/২৯ রজব ১৪৩৯ হিজরী/১৭ এপ্রিল ২০১৮ খ্রীষ্টাব্দ
E-mail: zahidmadaripur@gmail.com
Cell: +882-01715244190