পথ হারানো পথিক-রে ভাই
পথ দেখানোই বড় দায়,
শেয়াল শকুন ইঁদুর এ খায়
কৃষকের ধন দিন মাচায়!


অত্যাচার ও অনাচার আজ
ব্যভিচারী জোড় গলায়,
মীরজাফর মোশতাকে ঐ
জুলুমবাজে সুর মেলায়!


আলোক ফেলে অন্ধকারের
লোভে মাতাল উজান ঢল,
রক্তে রাঙায় এই সভ্যতাকে
রয় অসভ্যতায় অবিচল!


তরুণ কিষাণ মার রে চাবুক
জুলুমবাজের ঐ ডেরায়,
ড্রেজারে পিষে দে-রে কবর
অসভ্যতার মন বেড়ায়।


আর বেদনা সয় না রে মন
জাগাও নবীন সত্য জ্ঞান,
গড়বো জগত সত্য আলোয়
মানব বিশ্ব সু-মহান।


স্থান: সাভার, ঢাকা।
তারিখ: ১৩ অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ/১৩ জমাদিউল আউয়াল ১৪৪৫ হিজরি/২৮ নভেম্বর ২০২৩ খ্রিস্টাব্দ।