মনের ঘরে বসত করে
কেন আমায় করলি পর
কেন'রে তুই হইলি'না আমার
ও মনরে...
কেন'রে তুই হইলি'না আমার।


অন্তরে প্রেম জাল বিছায়ে
আজ আমারে করলি পর
তুই'কি তবে ছিলি'না আমার
ও মনরে...
তুই'কি তবে ছিলি'না আমার।


কতই আশা তোরই সঙ্গে
ঘর বাঁন্ধিব উজান গাঙে
আশা'বাসা হইয়া গেল পর
ও মনরে...
আশা'বাসা হইয়া গেল পর।


যতন করে পুশলাম পাখি
কেমনে দিল আমায় ফাঁকি
মানে'না মন জানে'না অন্তর
ও মনরে...
মানে'না মন জানে'না অন্তর।


মনের ঘরে বসত করে
কেন আমায় করলি পর
কেন'রে তুই হইলি'না আমার
ও মনরে...
কেন'রে তুই হইলি'না আমার।


অন্তরে প্রেম জাল বিছায়ে
আজ আমারে করলি পর
তুই'কি তবে ছিলি'না আমার
ও মনরে...
তুই'কি তবে ছিলি'না আমার।


অমানিশার তুই ছিলি চাঁদ
ভেঙ্গে দিলি করলি বরবাদ
তোর বিহনে নিথর পাথার
ও মনরে...
তোর বিহনে নিথর পাথার।


তোরে ছাড়া কি'করে রই
তুই'যে আমার প্রাণপ্রিয় সই
ভালবেসে পোড়াইলি অন্তর
ও মনরে...
ভালবেসে পোড়াইলি অন্তর।


মনের ঘরে বসত করে
কেন আমায় করলি পর
কেন'রে তুই হইলি'না আমার
ও মনরে...
কেন'রে তুই হইলি'না আমার।


অন্তরে প্রেম জাল বিছায়ে
আজ আমারে করলি পর
তুই'কি তবে ছিলি'না আমার
ও মনরে...
তুই'কি তবে ছিলি'না আমার।


স্থান: সাভার, ঢাকা।
E-mail: zahidmadaripur@gmail.com