ক্লাশ নাইনের সেই সে বিজ্ঞানাগার,
ভুলেই গিয়েছি ব্যবচ্ছেদ কারবার।
তেলাপোকা ছিল আরও যে ছিল ব্যঙ,
ঠ্যাং তার কেটেছি করিতে সংহার।
আজ যে আঁকিবুকি কিছুটা ভুলচুক,
কাব্য কবিতায় আসরের আলাপন।
মনের ব্যথা ভার করিতে সংহার,
বিদ্রোহ ভাবনায় ক্ষোভের বিস্তরন।


কিছু মোহমায়া ক্ষনিকের জৈব কায়া,
প্রিয় মধুবন কেবলি সে আলাপন।
ভাবেতে প্রেমমোহ রূধিতে আঁখি জল,
হারায়ে প্রিয়তমা বাধিতে প্রেম মন।


তবুও চেষ্টা শত আগামী সুপ্ত বুকে,
রবির আলো কণা দেখা কি যায় চোখে?


স্থান: সাভার, ঢাকা।
তারিখ: ২৭ জৈষ্ঠ্য ১৪২৫ বঙ্গাব্দ/২৪ রমজান ১৪৩৯ হিজরী/১০ জুন ২০১৮ খ্রীষ্টাব্দ।
E-mail: zahidmadaripur@gmail.com
Cell: +8801715244190