সিক্ত করো কাজল... আঁখি
সিক্ত করো এ.... দেহ মন,
এই জীবনে. না পাই. খুঁজে
পাই না রে মোর আপনজন।
সিক্ত করো কাজল... আঁখি
সিক্ত করো এ.... দেহ মন।............(ii)


ঝড় বাতাসে..... বৃষ্টি আসে
আসে না মোর... মন সুজন,
টিনের চালায়.. মন উতলায়
শ্রাবণ ঢলে ভিজে.... ভুবন।
সিক্ত করো কাজল... আঁখি
সিক্ত করো এ.... দেহ মন।............(ii)


জাগে এ মন ..বৃষ্টি কারণ
মন গহীনে লুকায়. যে জন,
ঢালো নয়ন শ্রাবণ... ঢালো
কবরে ঘুমায় এ মন-সুজন।
সিক্ত করো কাজল... আঁখি
সিক্ত করো এ.... দেহ মন।............(ii)


তুলো মেঘের.. পালক খুলে
দেখতে চাই মোর মন-সুজন,
হৃদ মাঝারে তোমার.. বসত
অনুভবে............ অনুক্ষণ।
সিক্ত করো কাজল... আঁখি
সিক্ত করো এ.... দেহ মন।............(ii)


স্থান: সাভার, ঢাকা।
তারিখ: ১৫ আষাঢ় ১৪২৮ বঙ্গাব্দ/১৭ জিলক্বদ ১৪৪২ হিজরি/২৯ জুন ২০২১ খ্রিস্টাব্দ।