শোনরে আমি বলছি তোকে
চিত্তপ্রিয় শোন,
ক্ষুদ্র অতি সুখেরই মতি
কত আয়ােজন।


এই তো সেদিন কেঁদেছিলে
সবায় হাসিয়ে,
কাল'যে তবে চলেই যাবে
হৃদয় ভাসিয়ে।


কতই আশা সুখের বাসা
কত স্বপ্ন লয়ে,
মন বিবাগী নিজের লাগি
আত্মসুখ জয়ে।


ধরার মাঝে সকাল সাঁঝে
বিত্ত মোহে ছুটে,
আঁধার কালো ডুবলে আলো
সবি যাবে টুটে।


জন্মে মানব কর্মে দানব
অসুর বধ করি,
মহান যারা কেমন তাঁরা
নিজেকে নিজে গড়ি।


স্থান: সাভার, ঢাকা।
তারিখ: ০২ কার্তিক ১৪২৫ বঙ্গাব্দ/০৬ সফর ১৪৪০ হিজরী/১৭ অক্টোবর ২০১৮ খ্রীষ্টাব্দ।
E-mail: zahidmadaripur@gmail.com