এলোমেলো কথামালা
খেলে রং নিশিদিন,
কি করে সাজাই তারে
তনু পোড়া কেরোসিন।


ধূপ শিখা দীপাবলি
বিদ্যা সাগরের মাথা,
ক্ষয়ে যাক মুক্তি পাক
মৌলবাদ বড় কথা!


ধ্বংস যা হয় হোক
নীতিবোধ নাই থাক,
খাও গরু মার তরু
ক্ষমতাই রক্ষা পাক!


আমি তুমি তুমি আমি
এ কোন নতুন দিন,
মনোব্যথা কাব্য কথা
বেসুরো করুণ বীণ!


কতকাল বেসামাল
দিশেহারা ধারাপাত,
রোধ মন নিরঞ্জন
জয় কর সুধী জাত।


স্থান: সাভার, ঢাকা।
তারিখ: ০২ জ্যৈষ্ঠ ১৪২৬ বঙ্গাব্দ/১০ রমজান ১৪৪০ হিজরি/১৬ মে ২০১৯ খ্রিস্টাব্দ।