নাগরিক সভ্যতা বিজলী চমকায়,
নিশিতে ভাগাড়ে নবজাত শোভা পায়।
নাগর চশমা চোখে রূপা তে মোদির,
সদ্যোজ হয় দোষী নাগরিক বধির।
ঘুমকাতুরে সভ্যতা দোলে দোলনায়,
সদ্যোজাত আগামী লুব্ধকে কামড়ায়।
কত জন্ম মৃত্যু হয় নাগর সম্ভোগে,
নাগরিক নাগর সভ্যতা অনুভবে!


আদিমকে পিছে ফেলে আজ সভ্যতায়,
হীন কাজে মরি লাজে কাঁদে বেদনায়।
ইটপোড়া সভ্যতা নাগর নাগরিক,
অনুক্ষণ তনুমন আলোকের দিক।
অবেলায় কি খেলায় জীবন প্রপাত,
জন্মে কি ছিল হেথা নব জন্মের হাত?


স্থান: সাভার, ঢাকা।
তারিখ: ১২ অগ্রহায়ন ১৪২৫ বঙ্গাব্দ/১৭ রবিউল আউয়াল ১৪৪০ হিজরী/২৬ নভেম্বর ২০১৮ খ্রীষ্টাব্দ।