তোমায় দেখব, অপলক চেয়ে থাকি,
আকাশের নীল ক্যানভাসে ছবি আঁকি।
মিছিলের মাঝে ঘামে ভেজা সেই মুখ,
দেখিবার আশে পুঞ্জিত হদয় সুখ।
প্রবাহিত জলরাশি মেঘের গর্জন,
ছুটি আজি চারিদিক আপনি অর্জন।
ধর্ম বর্ণ লিঙ্গ ভেদে কতনা বিভেদ,
সমাজ রাষ্ট্র এ রূপে মননের খেদ।


চিত্ত নদী নিরবধি খুঁজে সুখ বাড়ি
সুখ কিগো দিল জনমের তরে আড়ি?
হৃদয়েতে সঙ্গোপনে খুঁজি প্রিয় মুখ,
দিবানিশি ধরাতলে কেঁদে ভাসে বুক।
মানবের প্রেমডোরে স্বর্গসুখ আনে,
প্রেমের লাগিয়া মন আকুল আহ্বানে।


স্থান: সাভার, ঢাকা।
তারিখ: ২ বৈশাখ ১৪২৫ বঙ্গাব্দ/২৭ রজব ১৪৩৯ হিজরী/১৫ এপ্রিল ২০১৮ খ্রীষ্টাব্দ
E-mail: zahidmadaripur@gmail.com
Cell: +882-01715244190