শুকনা পাতা কুড়ানী-রে তুই
লাল সবুজের মেয়ে,
অবাক হয়ে-ই রই তাকিয়ে
তোর মুখপানে চেয়ে!


শত অনাদর আর অনাচার
দহন গ্লানি সয়ে,
জরাজীর্ণ-য় চলছিস বেয়ে
ভাগাড়ের বোঝা লয়ে!


এখনো এখানে হায়েনা শকুনি
উন্মাদ ভুঁড়ি ভোজ,
খামচে ধরে মায়ের পতাকা
উল্লাসে মাতে রোজ!


বাংলা মায়ের দামাল সামাল
লাল সবুজের মেয়ে,
ভাগাড়ে-তে জমা দহন গ্লানি
বিরহী মা রয় চেয়ে!


আকাশে উড়াইবে বিজয় নিশান
ভাগাড় করে যে সাফ,
না হয় শায়িত শহীদের আত্মা
করবে না মোরে মাফ!


স্থান: সাভার, ঢাকা।
তারিখ: ২০ পৌষ ১৪২৯ বঙ্গাব্দ/১০ জমাদিউস সানি ১৪৪৪ হিজরি/০৪ জানুয়ারী ২০২৩ খ্রিস্টাব্দ।