আল্লাহু.... আল্লাহু ....আল্লাহু....,
আল্লাহু.... আল্লাহু.... আল্লাহু....।


তোমার তরে আজ তুলি দুই হাত,
রহী'ম রাহমান আমি করি মোনাজাত।


মালিক খালিক্ব তুমি প্রিয় জাব্বার,
সালাম মু'মিন খোদা তুমি গফ্ফার।


আ'জীজ কুদ্দুস তুমি ওহে ওয়াহ্হাব,
আ'লিইউ খ'বীর প্রিয় আত্-তাওয়াব।


আ'লীম হা'লীম তুমি আ'জীম কারীম,
হা'কাম ক্বাইয়্যুম বারী প্রিয় হাকীম।


যুল জালালি ওয়াল ইকরাম হে খোদা,
মুক্বদ্দিম মুনতাক্বিম করূনা চাই সদা।


জামিই' সামিই' রফীই' তুমিই গনিই',
মানিই' বাদীই' তুমি মুছউইর মুগনিই'।


ক্ববিদ্ব' বাছীর তুমি মুতাকাব্বিইর,
রজ্জাক ক্বাহার মুক্বীত প্রেমে অধীর।


কাবিইর ক্বদির গফুর তুমি মুক্বতাদির,
আখির আয্-যর আস-সবুর মুয়াকি্খর।


মুব্দি' মুদ্বি'ল্লু মুহ'য়ী মুই'জ্ব প্রিয় আউয়াল,
ওয়াজিদ মাজীদ ওয়াহি'দ তুমি আ'দল।


মুতাআ'লি মালিকুল-মুলক বাক্বী তুমি,
ফাত্তাহ বাসিত খফিদ্বু হা'ক্ব অন্তর্যামী।


লাতীফ হা'ফীজ তুমি ওয়াকিল মুমীত,
ওয়ালি ওয়ালিইউ তুমি ওয়াসি' মুক্বসিত।


আর-রাশীদ আছ্-ছমাদ প্রিয় আশ-শাকুর,
আর-রউফ আশ্-শাহীদ হাদী তুমি জ'হির।


ওয়াদুদ ওয়ারিস' মুহাইমিন প্রিয় হা'মীদ,
হাইয়্যু জালীল মুহছী আ'ফউ তুমি মুঈ'দ।


মুজীব ক্বউইউ বাই'থ' নাফিই' রক্বীব,
আন-নূর বাত্বিন মাতীন বার্ তুমি হাসীব।


তোমার নামের গুনে দূর কর আধার,
তুমিহীনে কে আছে গো লভিতে দিদার?


সারা জাহানের প্রভু বীনে করূণা,
শেষ বিচারে কেহ পাড় পাবে না।


মহানবীর উম্মত সবে তুলি দুই হাত
হে রহিম দয়াময় দাওগো নাযাত।


পিতা-মাতা সকলের পাপ মোচন করে,
বেহেশতে দিওগো ঠাই করূনার আকড়ে।


তুমি ছাড়া নাই কেহ ওহে জগতপতি,
রক্ষা কর সৃষ্টিকুল থেকে ধ্বংস দূর্গতি।


# #
- মহান সৃষ্টিকর্তার ৯৯টি গুনবাচক নাম সংকলনের নিমিত্তে আমার এ প্রার্থনা। সুহৃদ বন্ধুগণ আমার অসতর্কতায় কোন ভুল হলে আমাকে বিনয়ের সাথে একটু সুধরে দেবেন, এই মম নিবেদন।


- নিকট বন্ধু জহিরুল ইসলাম (জহির) এর ছোট বোনকে গত ০১.০৬.২০১৮ইং পবিত্র জুম্মার সালাত এর পূর্বে কবরস্থ করে আসলাম। শোকসন্তপ্ত পরিবারকে সান্তনা দেওয়ার ভাষা জানা নেই। খোদার নিকট প্রার্থনা মরহুমা বোনকে তুমি জান্নাতবাসী কর। আমাদের পিতা/মাতা, ভাই/বোন, দাদা/দাদী, নানা/নানী যারা কবরবাসী হয়েছেন, আল্লাহ তুমি তাদেরকে জান্নাতবাসী কর।


# #


স্থান: সাভার, ঢাকা।
তারিখ: ১৯ জৈষ্ঠ্য ১৪২৫ বঙ্গাব্দ/১৭ রমজান ১৪৩৯ হিজরী/০২ জুন ২০১৮ খ্রীষ্টাব্দ
E-mail: zahidmadaripur@gmail.com
Cell: +882-01715244190