নিকুঞ্জের নিবিড়তা ঝিঝি ডাকা বনে,
ক্ষনকালে নীরালায় উচাটন মনে।
সই সনে সুধাই এ মনের যাতনা,
ভালোবেসে দিল শ্যাম বিরহ বেদনা।
প্রেম গীতে যাচ্ছে ভেসে মাঝিহীন নাও,
সিন্ধু বানে প্রেম যম তবে দেখে যাও।
মনমাঝে প্রেমমোহে ফোটালে এ ফুল,
কেন তবে আঁখি জলে ভাসালে দু'কুল?


প্রেম শক্তি প্রেম মুক্তি প্রেম বিশ্ব জয়,
প্রেমে বাঁধ ধরাতল নাহি তার ক্ষয়।
বড় প্রেমে নহে শুধু নিজেই লভিতে,
দূরে সরে যায় তত পবিত্র পিরিতে।
সবে মিলে গড়ে তুলি বিশ্ব প্রেমদূর্গ,
ধরা তলে সৃষ্টি হবে তবে সুখ স্বর্গ।


স্থান: সাভার, ঢাকা।
তারিখ: ২৪ জৈষ্ঠ্য ১৪২৫ বঙ্গাব্দ/২২ রমজান ১৪৩৯ হিজরী/০৭ জুন ২০১৮ খ্রীষ্টাব্দ।
E-mail: zahidmadaripur@gmail.com
Cell: +8801715244190