কার বা প্রেমে উদাস এ মন
পাগল বাঁশির সুর,
হারাইলো মন মন্দিরা মোর
বন্ধুয়া সুদূর, ও মন
পাগল বাঁশির সুর।       - (II)


বন্ধুর প্রেমে নিত্য ধুঁপে
চিত্ত পুড়ে ছাই,
কোথায় গেলে পাবো তারে
বন্ধু কাছে নাই, আমার
বন্ধু কাছে নাই।


কেমনে করিস নিঠুর খেলা
বন্ধুয়া মোর সনে,
তোকে ছাড়া বল না বন্ধু
বাঁচিবো কেমনে, রে বন্ধু
বাঁচিবো কেমনে।


বন্ধুয়া মোর প্রাণের সুজন
আয় না কাছে মোর,
রবির কিরণ শশীর কণা
কুড়াইবো কোটর ভরি
আয় না কাছে মোর।


কার বা প্রেমে উদাস এ মন
পাগল বাঁশির সুর,
হারাইলো মন মন্দিরা মোর
বন্ধুয়া সুদূর, ও মন
পাগল বাঁশির সুর।       - (II)


স্থান: সাভার, ঢাকা।
তারিখ: ২১ আশ্বিন ১৪২৬ বঙ্গাব্দ/০৬ সফর ১৪৪১ হিজরি/০৬ অক্টোবর ২০১৯ খ্রিস্টাব্দ।