(রবিন্দ্র ঘরানার তুন--)


আমি তাহারই সনে বেঁধেছি আমার এ প্রাণ
হৃদয়ও বন্দরে,
আমার প্রাণেরও মন্দিরে।


সে যে প্রভাতে রবির স্নিগ্ধ সতেজও প্রাণ
রৌদ্র ছড়ানো,
ও তার তাপে পোড়া দেহ কঙ্কাল শ্মশান
তরু ছায়ে হেন,
তার রৌদ্র ছড়ানো।


সে যে কলকল ধারা বহিছে ঝরণা জল
সলিল সৌরভে,
দেখ দিবাকর নামে আঁধার এ ধরাধামে
মিতালী গৌরবে,
তার সলিল সৌরভে।


ও সে শুণ্যে ভাসায় শুণ্যের এই ভুবন
মাতাল সমীরণ,
তার আলো বায়ু জল ছোটে অনিঃশেষ চল
কোন সে কারণ!
তার মাতাল সমীরণ।


যে আমারে সখি দিলো এ আগলী বাণ
আমি তাহারই সনে বেঁধেছি আমার প্রাণ
হৃদয়ও বন্দরে,
আমার প্রাণেরও মন্দিরে।


স্থান: সাভার, ঢাকা।
তারিখ: ৬ কার্তিক ১৪২৬ বঙ্গাব্দ/২২ সফর ১৪৪১ হিজরি/২২ অক্টোবর ২০১৯ খ্রিস্টাব্দ।