যারে বেসেছিলাম ভালো
দেহ মন দিয়া.............,
জানি না সে কোথায় গেল
কার প্রেমে মজিয়া........।-----(ll)


মনকে বলি. ভবের হাটে
ফুটে নানান ফুল.........,
না বুঝিয়া সু-মিতা... মন
করিও.... না ভুল.........।
ভুলের মাশুল কত প্রেমের
বিরহের কারণ,
দিবানিশি হৃদ মাঝারে....
চিতা র দহন!


দহন জ্বালা সইতে নারি..
দেহ মন দিয়া.............,
জানি না সে কোথায় গেল
কার প্রেমে মজিয়া........।
যারে বেসেছিলাম ভালো
দেহ মন দিয়া.............,
জানি না সে কোথায় গেল
কার প্রেমে মজিয়া........।


যারে বেসেছিলাম ভালো
দেহ মন দিয়া.............,
জানি না সে কোথায় গেল
কার প্রেমে মজিয়া........।-----(ll)


স্থান: সাভার, ঢাকা।
তারিখ: ০৪ পৌষ ১৪২৯ বঙ্গাব্দ/২৪ জমাদিউল আউয়াল ১৪৪৪ হিজরি/১৯ ডিসেম্বর ২০২২ খ্রিস্টাব্দ।