বোধনে বাঁধন ডেরা আকাশ তো এক
বিভাজনে সিদ্ধ রেখা তৃষিত আবেগ,
দৃশ্য বা অদৃশ্য ক্ষন জেগে থাকা মন
নাভীদেশ ওষ্ঠাধর কামনা দূষণ।
প্রকাশিত হোক কিবা অপ্রকাশ থাক
সমাধি সৌধ এ মনে নাই সুধা পাক,
আশা বাসা ভালোবেসে অপেক্ষায় মন
দেখা তবে হয় হোক বিদায়ী মরণ!


প্রাচীর তো পারেনি কো আকাশ ছেদিতে
অবহেলে গেয়ে যাই প্রেমের সংগীতে,
হয় তো বা হবে দেখা না হয় না হোক
ভালোবাসি এ ভুবনে জানে অন্তঃলোক,
হৃদয়ের এ ভালোবাসা নয় সম্ভােগে
চুপ থাকা কেন প্রিয় কাব্য অনুরাগে!


স্থান: সাভার, ঢাকা।
তারিখ: ২১ জ্যৈষ্ঠ ১৪৩০ বঙ্গাব্দ/১৪ জিলকদ ১৪৪৪ হিজরি/০৪ জুন ২০২৩ খ্রিস্টাব্দ।