মন মাঝে আয়নায় কবিতার ছন্দ
স্বরে সুরে বহুদূরে ভাসে নদী জলে
জীবনের প্রেম হেথা বেমালুম বন্ধ
নটরাজ নাচে পায়ে ইতিহাস দলে
ছলে বলে পায়ে মলে সাদা কালো দ্বন্দ্ব
আলো আঁধারী-র খেল যাপিত আড়ালে
কাম-রুপ প্রেম-ধূপ সময় হারালে
ভাসে প্রেম শোক গাথা মানবতা অন্ধ।


বহু ক্রােশ বহু দূর বহু রথ ঘুরে
"কপোতাক্ষ নদ" গাহে বেদনা সঙ্গীতে
অবহেলে অযতনে বিরহের সুরে
"মোর গ্রাম" প্রেম সুধা "সঞ্জয়" পিরিতে
জুড়ায় এ মন হেথা কাছে কিবা দূরে
ভালবাসি মা বাংলা এ প্রাণ থাকিতে।


স্থান: সাভার, ঢাকা।
তারিখ: ১৫ অগ্রহায়ণ ১৪২৮ বঙ্গাব্দ/২৪ রবিউস সানি ১৪৪৩ হিজরি/৩০ নভেম্বর ২০২১ খ্রিস্টাব্দ।