কন্যা চায় চায় কন্যা চায়,
ফিরে চায় চায় নাহি চায়। ..............(II)


প্রথম প্রেমের মধুর আশা
       স্বর্গ পরীর ভালোবাসা
              কন্যার প্রেমে মন যে উতলায়।


রূপ কুমারীর রূপের আশি
       যতই দেখি হই পিয়াসী
              শ্রাবণ মেঘের বিজলী চমকায়।


কন্যা চায় চায় কন্যা চায়,
ফিরে চায় চায় নাহি চায়।


আজ কন্যা কোন কাননে
       কুঞ্জ সাজায় কোন সে বনে
              বিরহী এ মন ভালবেসে যায়।


প্রথম প্রেমের ত্যাগের কথা
       হৃদয় পােড়ে বিরহ ব্যথা
              তুষের আগুন যেমনি জ্বলে যায়।


কন্যা চায় চায় কন্যা চায়,
ফিরে চায় চায় নাহি চায়। ..............(II)


×××
চায় => তাকান/দেখা


স্থান: সাভার, ঢাকা।
তারিখ: ১৪ অগ্রহায়ন ১৪২৫ বঙ্গাব্দ/১৯ রবিউল আউয়াল ১৪৪০ হিজরী/২৮ নভেম্বর ২০১৮ খ্রীষ্টাব্দ।