আবার এসেছে প্রভাত ফেরী
বাংলা ভাষার গান,
সালাম রফিক জব্বার স্মরি
স্মৃতিতে চির অম্লান।


মায়ের ভাষার জন্য তোমরা
দিয়েছিলে প্রাণ বলি,
বিরহ স্মৃতি শহীদ বেদিতে
বীর যোদ্ধায় অঞ্জলি।


ধুলায় মলিন কাল বহতা
পদ্মায় বালুর চর,
আশায় ভাসায় ডুবন্ত বেলা
কাঁপে'যে এই অন্তর।


কালের বেনিয়া কত'না ঢঙে
স্বার্থ লভি কারবার,
বাংলা মায়ের জন্য আজ'কে
ভেঙ্গে করি চুরমার।


বীর বাঙালী ধর'রে এবার
আগামী দিনের হাল,
মায়ের তরুণ প্রভাত অরুণ
উড়া'রে নায়ের পাল।


স্থান: সাভার, ঢাকা।
তারিখ: ০৬ ফাল্গুন ১৪২৫ বঙ্গাব্দ/১২ জমাদিউস সানি ১৪৪০ হিজরি/১৮ ফেব্রুয়ারি ২০১৯ খ্রিস্টাব্দ।