বেশ তো চলছে জীবন এমনি করে,
মনের সেতারে ধুলো দিনমান ধরে।
থালা বাটি মগ নিয়ে অগোছালো ঘর,
কাঠফাটা রােদ জ্বলে গতরের পর।
লড়ে যাই সরে যাই জায়গা তো নাই,
নিশীদিন যায় দিন কার কাছে চাই?
আসিবে আধার যবে সাঙ্গ হবে দিন,
কেমনে পুঁজিব আমি কত ছিল ঋণ?


কিবা খেয়ালেতে আজ ধুলো সাফ করে,
পুষে রাখা মন প্রেম আঁখি জলে ঝরে।
হৃদয়ে হৃদয় ছিল ভালবেসে গড়া,
কেমন কোথায় আছে আজ মন চোরা?
হারানো সে প্রেমাবেশ মধুময় রেশ,
সজল নয়ন মাঝে সুখ স্মৃতি বেশ।


স্থান: সাভার, ঢাকা।
তারিখ: ২৮ চৈত্র ১৪২৪ বঙ্গাব্দ/২৩ রজব ১৪৩৯ হিজরী/১১ এপ্রিল ২০১৮ খ্রীষ্টাব্দ
E-mail: zahidmadaripur@gmail.com
Cell: +882-01715244190