ছেলেটি আমার হচ্ছে বড় বয়স সবেতে দুই,
মনের ভেতর যন্ত্রনাটা শুধু মারছে মাথায় ঠুঁই।
আলো বাতাস খাচ্ছে গিলে খাচ্ছে ধুলো বালি,
কতনা যতনে সোহাগে আদরে হৃদয় মাধুরী ঢালি।
অসুখ বিসুখে মা'যে তাহার শিয়রে জাগিয়া রয়,
নাড়ী-ছেঁড়া ধন অতি প্রিয়জন মনে জাগে সংশয়।
খাচ্ছে সকল দিচ্ছি যে'ফল ফরমালিনে ভরা,
হচ্ছে বড় কেমন তর মেকি সভ্যতায় গড়া।
বিদ্যালয় আর খেলার মাঠে জায়গা ভীষন কম,
বিদ্যা এখন বাজার মুখী খেলার মাঠ বেশরম।
আদর্শ আর শ্রদ্ধা ভক্তি এখন শিকেয় তোলা,
কোথায় পাব সে'সব শিক্ষা আমি যে আত্মভোলা।
হায়েনারা আজ ঘুরছে সবেতে কোথায় সেই মানুষ,
রাখব কোথায় যাদুধন আমার নেই বিবেকের হুঁস।
মরণ মাদক দোরে দোরে আজ কাব্য গদ্যময়,
ব্যথিত মন নিলিপ্ত বিচরণ মনে সদা সংশয়।
আমার ছেলে তোমার মেয়ে রাখব কোন সমাজে,
প্রার্থনা প্রভু মন্দির গীর্জায় কিংবা মসজিদে নামাজে।


স্থান: সাভার, ঢাকা।
তারিখ: ২৩ বৈশাখ ১৪২৫ বঙ্গাব্দ/১৯ শাবান ১৪৩৯ হিজরী/৬ মে ২০১৮ খ্রীষ্টাব্দ
E-mail: zahidmadaripur@gmail.com
Cell: +882-01715244190