একটি শিশুর জন্ম হলো যে প্রভাত এ লগণে,
উছলিয়ে ওঠে রবির কণা সকল প্রিয় মনে।
প্রসব বেদনা ভুলেই মা তাকে বক্ষে টেনে নেয়,
তৃষ্ণার্ত শিশুর মুখেতে ছুঁয়ে জন্ম কান্না ভোলায়।
হাত পা ছড়িয়ে বলে শিশু একটু তাকাও ভাই,
মৌলিক সব চাহিদা যত আর কিছু নাহি চাই।
অন্ন বস্ত্র বাসস্থান আর চাই নিরাপদ স্থান,
শিক্ষা নিয়ে সমাজ ও জাতিকে বসাব উচ্চস্থান।
চিকিৎসা প্রয়োজন আমার বেঁচে থাকার জন্য,
জন্মেছি কি জংগলে, মানুষ নই, আমি কি বন্য?


অন্ন আজও পারিনি দিতে নবজাতকের তরে,
অর্থ যার বস্ত্র যে তার গরিব শিশু শীতে মরে।
বাসস্থানেও নয় নিরাপদ হায়েনা ঘুরে দ্বারে,
শিক্ষা জাতির মেরুদন্ড ব্যবসা ডাকে বারে বারে।
চিকিৎসা সেবা অর্থের রাজা গরিব ধুঁকে মরে,
কি'বা স্বপ্ন জয়ে জন্মিল শিশু চোখেতে অশ্রু ঝরে।
হৃদয় ব্যথা গুমরিয়া, ক্ষমতা নয় চিরকাল,
শিশুদের জন্য জাগাতে পারি কি সোনালী সকাল?


স্থান: সাভার, ঢাকা।
তারিখ: ২১ চৈত্র ১৪২৪ বঙ্গাব্দ/১৬ রজব ১৪৩৯ হিজরী/৪ এপ্রিল ২০১৮ খ্রীষ্টাব্দ।
E-mail: zahidmadaripur@gmail.com
Cell: 01715-244190