হেমন্তের ঐ নতুন ধানে
পিঠা পায়েসের ঘ্রাণ,
হীমহীম শীত খেজুর রসে
জুড়ায় মন প্রাণ।


বাংলার রীতি একান্নবর্তী
পল্লীবালার গান,
পৌষ পার্বন বাংলা পিঠা
স্মৃতিপটে অম্লান।


নকশি চিতোই ভাপা পুলি
খেজুর রসে স্বাদ,
দুধ পায়েস সন্দেশ ঝুরি
চিত্ত খড়ায় বাধ।


শতেক রকম স্বাদের পিঠা
ছিলো বাংলার ঘরে,
হাল ফ্যাশন এই বৃত্ত বসন
মন আজ কেঁদে মরে।


বাংলার বধু বুক ভরা মধু
কলসি কাখে ঘাটে,
শান বাধানো এখন আমার
রিমোট জীবন পাটে!


হারিয়ে যাওয়া মধুর স্মৃতি
খুঁজে ফিরে অন্তর,
প্রীতি বন্ধন মায়ার বাঁধন
বাংলা মায়ের ঘর।


স্থান: সাভার, ঢাকা।
তারিখ: ০৯ পৌষ ১৪২৬ বঙ্গাব্দ/২৬ রবিউস সানি ১৪৪১ হিজরি/২৪ ডিসেম্বর ২০১৯ খ্রিস্টাব্দ।