(বাংলা গানের কিংবদন্তী শিল্পী সুবীর নন্দী-র প্রয়াণে আমরা গভীর ভাবে শোকাহত।
শিল্পীর কাল জয়ী গান "পাখি রে তুই খাঁচা ভেঙ্গে আমার কাছে আয়" এর সুরেই তাকে উৎসর্গ করলাম।)


পাখি রে তোর কণ্ঠে শুনি খাঁচা ভাঙ্গা গান
খাঁচার পাখি খাঁচা ভেঙে উড়ে গেলে
মনটা আমার ব্যাকুল হয়
তোর প্রাণের অবসান।


পাখি রে তোর বিরহে এ'মন
কেমন করে তা কি জান না।


পাখি রে তোর.....


পাখি রে তোর গানের বোলে,
পরান দোলে প্রেমের তালে,
হৃদয়ে মাতম বিরহ ভালে।
মনের কোণে বারিষ শ্রাবণ, প্রবল পাবন,
তা কি জান না!
পাখি রে তোর.....


আজ অবেলায় হৃদয় পাখি,
আমায় ফেলে দূর অজানায়,
তোর বিরহে চোখ ভেসে যায়।
খাঁচার পাখি উড়ে গেলে, কখনোই আর
ফিরে আসে না ...
পাখি রে তোর বিরহে এ মন
কেমন করে তা কি জান না।
পাখি রে তোর.....।।


স্থান: সাভার, ঢাকা।
তারিখ: ২৪ বৈশাখ ১৪২৬ বঙ্গাব্দ/০১ রমজান ১৪৪০ হিজরি/৭ মে ২০১৯ খ্রিস্টাব্দ।