নদীর কূলে ছিলাম বসে
ওই পাড়েতে গরুর ঘাস,
বলনা সখি তুই কি চাস?


বানের জলে যাচ্ছে ভেসে
শেষ আশ্রয় বসত বাস,
বলনা সখি তুই কি চাস?


মাঘের শীতে ছেঁড়া কাঁথায়
নীল আসমান স্বপ্নবাস,
বলনা সখি তুই কি চাস?


পান্তা ভাতে নুন পেঁয়াজে
অনাহারির বাঁচার আশ,
বল না সখি তুই কি চাস?


তোর রূপেতে বিভোর হয়ে
দম না পরা নাভিশ্বাস,
বল না সখি তুই কি চাস?


তোর নয়নের মাতাল ঝড়ে
চাঁদ মাটির ঐ মিলনবাস
বল না সখি তুই কি চাস?


নাইবা দিবি মধুর মিলন
কেনই দেখাস স্বপ্নআশ,
বল না সখি তুই কি চাস?


স্থান: সাভার, ঢাকা।
তারিখ: ১৫ কার্তিক ১৪২৬ বঙ্গাব্দ/২ রবিউল আউয়াল ১৪৪১ হিজরি/৩১ অক্টোবর ২০১৯ খ্রিস্টাব্দ।