একটি কথা যায়'কি বলা
"তুই রাজাকার তুই",
অনাচারে খাচ্ছিস গিলে
আমার মায়ের ভুঁই।


তোর হায়েনা নখের আঁচড়
আমার বোনের গায়,
একাত্তর এর যুদ্ধের স্মৃতি
এ মনকে উতলায়।


দুর্নীতি ঘুষ মাদক নেশায়
ধ্বংসে আগামী দিন,
রুধিতে তোকে প্রত্যয়ী মন
কেমনে পুরাবো ঋণ!


মীর জাফর আর ইয়াজিদের-ই
একই রক্তধারা,
তোষামোদ আর বেঈমানীতে
সৃষ্টি পাগলপারা।


হেথায় হোথায় বিশ্ব ধরায়
রক্তে নেশার টান,
আর'কত প্রাণ হলে বলিদান
হবে তার অবসান!


ন্যায়'পথ ছাড়ি আঁধারের ফেরি
নীলাকাশ পানে চুঁই,
মানব নয় তুই হায়েনার'জাত
"তুই রাজাকার তুই"।


স্থান: সাভার, ঢাকা।
তারিখ: ১৬ বৈশাখ ১৪২৬ বঙ্গাব্দ/২২ শাবান ১৪৪০ হিজরি/২৯ এপ্রিল ২০১৯ খ্রিস্টাব্দ।