আচ্ছা তুমি বলতে পার    
মায়ের ভাষা কি!
গর্ভে থেকেই কান্না হাসি  
বুঝতে শিখেছি।


পাখির ছানার কিচিরমিচির
মা পাখির ঐ বোল,
কাকের বাসায় কোকিল ছানা
কণ্ঠস্বর কলরোল।


কেমনে টুটি ধরলে চেপে
হায়েনা বজ্জাত!
বায়ান্নর ঐ সন্তানে মা-র
তীব্র প্রতিবাদ।


পিচঢালা পথ রক্ত লালে
সবুজ সন্তানেরা,
নেংটি ইঁদুর যায় পালিয়ে
খেয়ে বীরের তাড়া।


বঙ্গেবীর সেই সূর্য সন্তান
আজও খোঁজে মন,
মায়ের ভালোবাসার তরে
তোমাকেই প্রয়োজন।


স্থান: সাভার, ঢাকা।
তারিখ: ২৭ মাঘ ১৪২৬ বঙ্গাব্দ/১৫ জমাদিউস সানি ১৪৪১ হিজরি/১০ ফেব্রুয়ারী ২০২০ খ্রিস্টাব্দ।