তুমি আমার প্রাণের সখা
কাউকে বলি নাই।
একটু খানি দেখতে তোমায়
উল্টো পথে যাই।
নানা জনে প্রশ্ন করে
ওদিক কেন ভাই?


আমি তোমায় ভালবাসি
মনের মধ্যে পুষে রাখি।
একটু খানি দেখতে তোমায়
এদিক ওদিক ঘুরে আসি।
অকারণ আর অজুহাতে
যাই বারে বার পুকুর ঘাটে ।
আসতে যেতে একটু খানি
দেখা যদি হয়!


আমি তোমায় ভালবাসি
কীভাবে তোমায় বলি।
একটু খানি দেখতে তোমায়
অপলক চেয়ে থাকি।
কখন তুমি ফিরবে ঘরে
আমার বাড়ির পথ টা ধরে।


বছর আধেক পরে
বৈশাখী মেলার ধারে।
শুভেচ্ছা লিখে চিরকুটে
পাঠাই তোমার হাতে।
আমি তোমায় ভালবাসি
বুঝে তুমি বেজায় খুশি।


নানান ছুঁতোয় আসতে তুমি
আমার ঘরের ঈশান কোনে
ফুল বাগান আর কাঠ বাগানে
আসতে তুমি বিকেল হলে।


আমি তোমায় ভালবাসি
যত বলি মুখে তারও বেশি প্রাণে।