আমি থাকি পদ্মা পাড়ে
সেথায় আমার বাড়ী।
আমার দাদার ছিল নাকি
মস্ত জমিদারি।


বাঁধের উপর বসত আমার
এক চালার এক নীড়।
নদীর দিকে তাকিয়ে থাকি
যেথায় ছিল সবই।


আমি থাকি পদ্মা পাড়ে
সেথায় আমার বাড়ী।
বাবা মরল দুঃখ শোকে
মা গেলো রোগে ভুগে।
আশে পাশে আছে স্বজন
আছে প্রতিবেশী।


আমি থাকি পদ্মা গাড়ে
সেথায় আমার বাড়ী।
অর্ধাহারে দিন কাটে মোর
দুঃখ নাহি তাতে।
বউয়ের পিছে বাচ্চা দুটো
খ্যান খ্যানিয়ে কাঁদে।
দুঃখ আমার চির সাথী
কাদের কাছে বলি।