সুখ নাই সুখ নাই
কোথা গেলে সুখ পাই।
সুখ বুঝি থাকে ঐ
উঁচু উঁচু দালানে।


সুখ নাই গাড়িতে বাড়িতে
ভাবে শুয়ে দালানের বেগমে।
সুখ বুঝি আছে ঐ
মুজুরের শরীরে।


ভাবে ক্লান্ত পথিকে
সুখ পায় চড়ে যারা গাড়িতে।
ঢাউস গোল ভুরি তে
পারে না নড়িতে।
ভাবে সে সুখ ভোগ করে সব
পারে যে হাঁটিতে।


কেউ খুঁজে সুখ পায়
করে সেবা মানুষের।