আমি লিখতে গিয়ে থেমে গেছি,
হাটতে গিয়ে থমকে দাড়িয়েছি।
কারন, শুধু তুমি
তুমি শুধুই তুমি।
তোমার হাসিতে আমি মুগ্ধ,
তোমার ডাকে হারিয়েছি সুর,
তুমি কি জানো আমি কবিতা লিখি না কেন?
আমি যে ছন্দে কবিতা লিখবো সে ছিলে তুমি।
তুমি কি জানো পাখিরা আজ ডাকে না কেন?
তুমি নেই বলে।
এখন রমনার কাঠবিড়ালী গুলো-
আর দৌড়ে পালায় না।
আজ আমি একা বলে।
আজ ওরা ছল ছল চোখে তাকিয়ে থাকে ,
আজ ওরা আমায় দেখে হাসে।
কাঠবিড়ালীগুলো ভাবে তুমি আমায় ছেড়ে গেছো
আমি কিন্তু সেটা ভবি না ভাবতেও চাই না।
কারন, আমি তোমায় ভালোবাসি।
তুমি আমায় ভালোবাসতে পারোনি এটা তোমার ব্যর্থতা।