তুমি সুন্দর কেন?
কেন সুন্দর তোমার চাহনি?
সুন্দর চোখের ইশারায় মন কারে কেন?
রমনার বাকে বাকে হেটে চলা পা দুটি,
ময়ূরের নৃত্যাচ্ছন্ন পায়ের মত,
মন কাড়ে কেন?
তোমার পদধুলিতে রমনার রাস্তাগুলো ধন্য,
সেদিনের সামন্য অভিমানটাই যেন ছিল আনন্দের,
তোমার ক্ষমা সুন্দর দৃষ্টিগুলো আজও আমার মন কাড়ে,
একটি ফটো যেন জীবনের শ্রেষ্ট পাওয়া,
যার হাত ধরে ঐ পথে প্রথম হাটা।
সেই হাতটি আজ কোথায়?
আমি পেয়েও পেলাম না,
ছুয়ে দেখতে গিয়ে, দেখতে পারলাম না।
এ যেন স্বপ্ন ভাঙ্গা চোখটির মত, বিরহীনি ভাবনা।