ইদানীং খবরের কাগজ থেকে দৃষ্টি সংযত রাখি।
প্রতিদিন যেভাবে লাশ হয় মানুষ পত্রিকার পাতায়।
রাজপথে সহোদর খুন
চত্বরে-চত্বরে রক্তপাত, জোড়াখুনের মামলা
নালানর্দমায় কিশোরীর বিভৎস বিবস্ত্র দেহাবশেষ
এবং কাঁটাতারে ফেলানিদের লাশ।


মানবতা এখন কুকুরের পায়ে পায়ে আশ্রয় খুঁজে
পথে পথে
        জংলায়
              গুহায়
                   নিষিদ্ধ অলি-গলিতে।
প্রচন্ড ক্রোধ আর ঘৃণায় নিজেকেই অভিশপ্ত করি
প্রশ্নবিদ্ধ বিবেক- 'আমরা কি আদৌ মানুষ?'


হ্যাঁ ,আজ স্ট্রেটকাট বলতে চাই-
ওসব যদি হয় মানুষের কাজ
তবে কোন কালেই আমি মানুষ নই।