চারিদিকে এত নব নব সাজ
তবু কেন মন বিষাদ ছুঁয় আজ
মন ভালো নেই আমার তাই
দিকেদিকে শুনি বসন্ত বিদায়।


পথে-প্রান্তরে কত বিচিত্র সঙ
হৃদয়ে প্রগাঢ় আজো বাসন্তী রং
সহাস্যে আরোহন বৈশাখি নায়
এইদিকে শুনি বসন্ত বিদায়।


চারিদিকে শুধু নব নব সাজ
বৈশাখী গানও ধ্বনিত আজ
বিষণ্ণ মন তবু শীর্ণকায়-
ইথারে শুনি বসন্ত বিদায়।


১৩ এপ্রিল ২০১৫ ইং