আমার দেশের মাটির গন্ধে প্রাণ জুড়িয়ে আসে ভাই-
এমন মদির সুবাস আহা কোথায় খুঁজে বলো পাই!
আমার গহীন হৃদয় প্রাচীর বাংলা মাটির পলেস্তার-
তাইতো আমি দূরে গেলে যায় ছুঁয়ে হীম পরশ তার।
সেই মাটিরই সোহাগকোলে থাকতে আমি চাই শুয়ে-্
স্নিগ্ধ শীতল জীবন ঘুমে গন্ধে ব্যাকুল পাক ভূ’য়ে।
আমার দেশের মাটির গন্ধে প্রাণ জুড়িয়ে আসে ভাই-
এমন মদির সুবাস আহা কোথায় খুঁজে বলো পাই!


১১.০৪.২০১৫ ইং