একদিন দিন ছিল সবুজ শ্যামল শোভিত
লাঠি ঠকঠকে স্খলিত ওপাড়ার বয়স্ক বৃদ্ধার;
যৌবনে আকাশ জুড়ে ছিল ঝলমলে প্রদীপ্ত সূর্য।
একদিন দিন ছিল অক্লীর; রঙরঙা আকাশের মতো উজ্জ্বল
এখন আর দিন নেই- কেবল অবশিষ্ট বাঁচার ব্যর্থ প্রয়াস।


একদিন দিন ছিল আমাদের পূর্বপুরুষ সম-সমকালে
জলোধি জলের মত স্বচ্ছ সফেদ; সূর্যমুখীর মত হাস্যজ্বল।
অথচ ট্রেনের স্লিপারের মতো ক্ষয়ে গেল সেই পরাসু বয়সের ফ্রেম
এবং সমুদ্র্রতট ধরে ধীরে ধীরে চলে গেল সূর্যাস্তের দিকে।


একদিন আমাদেরও দিন যাবে-
ঋতুর পালাবদলে;
   পাকা ধানের গন্ধে মিশে।
প্রজাপতির ডানায় পল্লবিত মৃদু স্বপ্ন,
গ্রাম-গ্রামান্তরে দস্যিপনা,
এবং সর্ষেফুলের মতো হলুদ খামে প্রেয়সীর চিঠি
করুণ স্মৃতি হয়ে কালের কৌঠায় আশ্রয় খুঁজবে অবারিত শৈশব
একদিন ইজিচেয়ারে দুলতে দুলতে স্থির হয়ে যাবে জীবনের গল্প।


২৫.১১.২০১৪ ইং