এক.


জীবনের খুব ছোট্ট কিছু ভুল-
করে তোলে বিভীষণ শঙ্কাকুল।


দুই.


এ কেমন পৃথিবী; বিস্তৃত বালুকাময় কেবল
একফোঁটা জল নেই চোখে, বিষাদে অনল।


তিন.


স্টেশনে কত মানুষ; কেউ আসে, কেউ যায়;
অথচ কারোর গন্তব্য নেই, সবাই নিরুপায়।