কেউ বলে তুমি অতিথি পাখি
কেউবা বলে তুমি শুভংকর ফাঁকি
আমি বলি তুমি উদ্দাম আকাশ
তোমাকেই ঘিরে আমার চারুভাষ।


কেউ বলে তুমি শূন্য শেষবধি
কেউবা বলে তুমি খরস্রোতা নদী
আমি বলি তুমি স্নিগ্ধ শ্রাবণধারা
কাঠফাঠা রোদে বিমুগ্ধ ফোয়ারা।


কেউ বলে তুমি মলাটবদ্ধ মেঘ
কেউবা বলে তুমি চৈতি রৌদ্রোদ্বেগ।
আমি বলি তুমি বরষার প্রথম দিন
বৃষ্টিজলে সরস জরাজীর্ণ জমিন।


কেউ বলে তুমি দূরের দীর্ঘপথ
কেউবা বলে তুমি ভ্রান্ত ভবিষ্যৎ
আমি বলি তুমি সত্য-সমর-পন্থি
কবির কাব্য-ছন্দে শাশ্বত জয়ন্তী।


কেউ বলে তুমি অজপাড়ার মেয়ে
কেউবা বলে ফের রূঢ় তারচেয়ে
আমি বলি তুমি উত্তরাধুনিক মানবী
তোমার প্রেমে মত্ত বিবাগী এক কবি।