একদিকে মৃত্যুর বিষাদ;
থমথমে আবহ পুরো আকাশ-জমিন
বেদনার জলছাপ; নয়ন সলিলে স্নাত গহনতলের মাটি
যেখানে মানব প্রেমের বীজ উপ্ত চিরায়ু
এবং কেউ কেউ প্রার্থনায় মাঙে মাগফেরাত।


অন্যদিকে ফের মানুষ হত্যার জয়োৎসব,
রক্তে রক্তে মেটায় বক্ষপিয়াস।
রাস্তার পাশে পড়ে থাকে সিংহ যুবকের খন্ডিত শরীর;
কিংবা ধর্ষিতা কিশোরীর নগ্ন অসাড় দেহ;
এইসব দৃশ্যে মানুষ নিতান্তই স্বাভাবিক।


জানার ইচ্ছে, মানুষের এই দ্বিচারিত স্বভাব কেন?
কেন রাতদিন দেবতা হয়ে ওঠার প্রচেষ্টা?
তারচে উত্তম, তারা বরং মানুষ হোক
প্রকৃত মানুষ হওয়ার প্রার্থনা করুক
নতুবা অন্যজগতে মানুষ পরিচয়ে মাথা নত হয়ে আসবে।


১৯.০৪.২০১৫ ইং।