সুদীর্ঘ প্রতিক্ষার পর এক আঁজলা জল মুখে নিতেই মনে হয় তুমি ফিরবে
এবং ফিরেই যদি বিস্মিত হও দেখে
এই মোলায়েম আর পরিচ্ছন্ন মুখাবয়ব
কী জবাব দেবো আমি?


তাইতো ঠোঁটে জলের প্রার্থনা নিয়ে কাটে নিদাঘ অর্বুদকাল;
      গত-অনাগত শীত,
              এবং শত শত আলোকবর্ষ।


তোমাকে আমি দেখাতে চাই ফাগহীন বিবর্ণ প্রকৃতি;
গহীনের গনগনে আগুন,
মূর্ছে যাওয়া অনিকেত প্রান্তর
এবং প্রিয়হারা আর্তি নিয়ে বেঁচে থাকার দগদগে ক্ষত।


সুদীর্ঘ প্রতিক্ষার পর জনারণ্যের দিকে এক পা ফেলতেই মনে হয় তুমি ফিরবে
তাই চোখে অনন্ত প্রতিক্ষা নিয়ে কেটে যাক আমার নৈঃশব্দ্যের নির্বাসন।


১৯.১০.২০১৫ ইং
হালিশহর।