জানালার গ্রীল ধরে দাঁড়িয়ে আছে
এক কিশোরী
উৎসুক দৃষ্টি, আকাশে ভাসমান মেঘ;
ফলজ মাঠ,বিস্তীর্ণ প্রান্তর পেরিয়ে
দিগম্বর ছায়ালোক...


অদূরে আকাশ ছোঁয় স্বপ্নালুচোখ,
যুগল কপোত-কপোতী;
কিশোরীর গহীন দরজায় মৃদু শব্দ
এই হল বুঝি অপেক্ষার অবসান ;
নির্জন গোধূলির চোখে ঝলমলে প্রভাত...


অথচ নয় মৃত্যু, নয় বেঁচে থাকা;
শুধু জানালার গ্লীল ধরে দাঁড়িয়ে থাকে
অনন্ত প্রতীক্ষায়...