অমন করে দেখার কিছুই যে নেই,
ফিরতি চোখে তবু কিবা দেখার বাকী?
এক সমুদ্র ভুল আর অগাধ ঋণ এই
তোমার যত করুণা পরাণ ভরে রাখি।


রাত্রিশেষে নিকষ আঁধার হয় নিঃশেষ,
সন্ধ্যামুখে সব পাখি ফিরে আসে নীড়ে;
কালের ঘড়ি তোমায় জানায় ইতি অবশেষ,
মধ্যরাতের ট্রেন ফিরে ছোড়ভঙ্গ তীরে।


অমন করে দেখোনা আর পিছু ফিরে,
তোমার ঘরে আজ ভিন্ন ফুলের সৌরভ;
পৃথ্বীর যত আয়োজন সব তোমায় ঘিরে,
তোমাতেই হোক আজ প্রিয় অনুভব।