আমি আর নেই সেই আমি-
এখন কেবল দূরের দেখা চাঁদ
হাত বাড়িয়ে একটু ছুঁতে যদি
বুঝতে আমার সকল অপবাদ।


ঘুমায় যখন একটি স্বদেশ পাখি
আমি তখন স্বর্গ হতেই নামি
ভোরের আলো বর্ণ আনে যখন
ব্যস্ত আমি সন্ধ্যার অনুগামী।


মৃৃদু হেসে বলতে পারে কেউ
এমন কেন হল আমার স্বভাব-
গহীনে এক ব্যথার দীঘল নদী
বুঝবে; কারো নেই মনোভাব।


আকাশ হয়ে স্থায়িত্ব চাই এবার
জানি ওসব কেবলই পাগলামি-
দূর থেকে দূরত্ব যাক বেড়ে
আমি আর নেই সেই আমি।


২১.১১.১০১৪ ইং