সুন্দর দিনগুলো ফিরেই আসুক
বিদূরিত অন্ধকারে সূর্য হাসুক
অনিয়ম সমূলে হোক অবসান
জনতার করতলে মুক্তি-নিশান


আর কতক মানবতার বন্দিদশা
শুরু হোক জীবনের হিসেব কষা
দিকেদিকে উঠুক প্রতিবাদী ঝড়
সাম্যের দেশ হোক মর্ত্যচরাচর।


পথশিশুর হাহাকার চাইনা আর
সম্মুখে দাঁড়াক সে আলোকবতার।
জীবনের জয়োগানে হাসুক ফের
রক্ষা হোক অধিকার এ শিশুদের।


দারিদ্রের কষাঘাতে পেষিত যারা
ক্ষুধাতুর আত্মা নিত্য করে তাড়া
মজলুম কান্না আহাজারি ক্ষোভ
কতকাল গ্লানি আর এই দুর্ভোগ?


ধ্বংস আর ধ্বংস পৃথিবী জুুড়ে
কারো চোখে ঘুম নেই রাতদুপুরে।
রক্তের হোলি খেলাও চলছে বেশ
অস্ত্রের কৌশলে কাঁপছে স্বদেশ।  


নতুনে প্রত্যাশা সুন্দরের শান
এসব দিন হোক দ্রুত অবসান।
বিদূরিত অন্ধকারে সূর্য হাসুক
এইসব দিন আর নাই আসুক।


১২.০৫.২০১৫ ইং