রূপে-অপরূপ রূপসী বাংলা, তরুলতা ফুল ফল-
নদীর দু’ধারে কাশফুল আর জলে নীলকমল।
গাছেগাছে কত হলদে ফুল, ডালে ডালে কত পাখি!
গোধূলী আভা ফোটলে  আহা নিমেষে জুড়ায় আঁখি।
পূরবী হাওয়ায় ঢেউ খেলে যায় মাঠের সোনালি ধান-
রূপসী বাংলার রূপ যেন এক সবুজের অভিধান।