আমি ইচ্ছে করেই বারবার ভুল করি
তুমিও বারংবার আমাকে সংশোধন করে দাও
আমি পুনর্বার ভুল করি
তুমি তখনও অক্ষরে অক্ষরে শেখাও তত্ত্ব-বৃত্তান্ত
তবুও আমি ভুল করতে থাকি
তুমি বিরক্তি প্রকাশে বলে ওঠ ‘উফ! গাধা, এটুকু বুঝোনা?’


আমি ফের যদি ভুল করি
নির্ঘাত জানি-তুমি বলবে
‘গাধা, তোমাকে নিয়ে আর হলো না’
তোমার সেই বহুল ব্যবহৃত ‘গাধা’ শব্দটি আমার কাছে মদির শরাব
আমি তুষ্টচিত্তে পান করি।
তাই ঐ শব্দটির জন্য আমার আজীবন ভুল করতে ইচ্ছে হয়।


১৩.১১.২০১৪ ইং
সন্দ্বীপ।