আজ থেকে শতবর্ষ পর এমন হয় যদি
এই পাহাড়; এই পথ; এই মাঠ; এই নদী
বয়ে চলে অতিদূর নিজস্ব গতিপথ স্মরে
কিংবা সর্বস্ব হারানো ব্যথায় অনাদরে মরে
কেউ জানবে না। যদিও এইসব অসঙ্গতি
মনে রাখবে না কেউ, এমন কি অরুদ্ধতি!
এই আদিগন্ত আকাশ মূখর ধূসরিমা নদী
আজ থেকে শতবছর পরও বয়ে যায় যদি...


১৮.০৪.২০১৫ ইং