অনেক দূরে আকাশ-তবু লাগে খুবই কাছে
যেখানে মেঘে জলকণাগুলো আনন্দে নাচে
এই এলে বুঝি, নির্ভয়ে দাঁড়ালে সম্মুখে ফের
কোথাও নেই জানি অসীম দূরত্ব আমাদের।


বেহাগের অনিন্দ্য সুর, বেভুলা স্মৃতি ভাসে
কেমন নিষ্পলক চেয়ে থাকি উন্মুক্ত আকাশে
চেনাপথে ফিরে মানুষ খিড়কি নাড়ে দুয়ারে
তুমিও নাহয় এলে ফের এই বিস্তীর্ণ পাড়ে।


দুইধারে তরুসারি মাঝে সরুপথ একেলা
ক্লান্ত গানের পাখি, ব্যস্ত নগরীতে যায় বেলা
নদীর কাছে-ফুলের কাছে সৌন্দর্য মর্মহীন
যেখানে নির্জীব শতাব্দী আর অস্তিত্ব বিলীন।


প্রত্যুষে-অবসন্ন দিনে নির্মিত স্মৃতি ইমারত
গড়ে তোলে মাটির আস্তিনে; সাক্ষী এইপথ
আবার কোনো কালে ফের যদি অভিমান ভুলে
শুধু একবার দেখো প্রেম স্মৃতির ফটক খুলে।


অনেক দূরে আকাশ; তবুও লাগে খুব কাছে
মৃন্ময় চোখে ব্যর্থ কবি অপলক চেয়ে আছে।


০৬.১২.২০১৪ইং
স›দ্বীপ।