নিদারুণ তৃষ্ণা মনে, আমি মেঘ হতে চেয়েছি তাই
বরং তুমি বলেছিলে; নির্মেঘ আকাশ আমার প্রিয়-
রৌদ্রের রুদ্র তাপে মৃত্তিকাতল ফেটে হলো চৌচির
অথচ সেই তুমিই হয়ে গেলে মেঘের সমগোত্রীয়।