তোমাকে ভালোবেসে আমি বিদ্রোহী হয়ে ওঠি
আমার রক্তে খেলা করে অশান্ত কবির,
অশান্ত বিপ্লবীর স্ফূরিত অগ্নিকণা।
তোমাকে ভালোবেসে আমি করি সুন্দরের স্তবগান।


তোমাকে ভালোবেসে গভীর রাত্রে লিখে রাখি আত্মোপাখ্যান,
আমার গোপন অপরাধসমূহের স্বগতোক্তি এবং কিছু বিষাদের বিবৃতি
ভুলে যাই যা কিছু হারিয়েছি অতীত থেকে আজবধি কিংবা সামীপ্য সময়।


তোমাকে ভালোবেসে আমি হয়ে ওঠি কালপুরুষ
বিপ্লবী চে কিংবা
           লালমোহন,
                    সূর্যসেন।
বিধ্বংসী চেতনাকে দিয়ে রাখি নিষিদ্ধ ব্যারিকেড
সংকীর্ণ সমাজ ব্যবস্থাকে সংস্কারের দাবী জানাই
এবং মূলোৎপাটন করি নগ্নতার ।


তোমাকে ভালোবেসে আমি হয়ে উঠি নিঃসঙ্গতম কবি
সমস্ত আকাশকে বুকে নিয়ে অনুভব করি উষ্ণতা এবং প্রিয় মিলনের সাধ
চৈত্র্যের কাশফুলমেঘের কাছে বৃষ্টি চেয়ে বর্ষা নামাই
এবং অফুরান্ত বর্ষার জলে আমি অপার হয়ে ভেসে যাই।


তোমাকে ভালোবেসে আমি পাড়ি দেই দ্রাঘিমান্তর
ইংলিশ চ্যানেল
হোয়াংহো কিংবা সাত সমুদ্র তোরো নদী দূরত্ব।
নির্ভীক দুঃসাহসী পর্বতারোহীর মতো ফের বিশ্বজয়ের প্রতিজ্ঞা করি
এবং যত অর্জন সবই উৎসর্গ করি তোমার নামে।


তোমাকে ভালোবেসে প্রার্থনা করি একটি সুন্দরতর দিন
একটি সত্য পাহাড়
একটি মানবিক আকাশ
একটি ধবধবে জ্যোৎস্না
এবং একফোঁটা স্বচ্ছ শিশির
তোমাকে ভালোবেসে কামনা করি একটি শুদ্ধতম মৃত্যু ।


১৬.০৮.২০১৫ ইং